Close

আরএস জরিপ কাকে বলে?

আরএস জরিপ কাকে বলে

রিভিশনাল সেটেলমেন্ট (Rivisional Settlement) কে সংক্ষিপ্ত  ভাবে আর.এস. জরিপ বলা হয় । B.T Act. ১৮৮৫ এবং Servey Act ১৯৭৫ সালের বিধান অনুযায়ী  ১৮৮৯ হতে ১৯৪০  মধ্যবর্তী সময়ে সি.এস. বা ক্যাডাস্ট্রাল জরিপ পরিচালিত হয় । সিএস জরিপ সমাপ্তির পর কিছু কিছু জেলায় এই জরিপ সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে । তারপর প্রয়োজন অনুযায়ী আরএস বা Rivisional Settlement  পরিচালিত হয় । এটাই আর. এস জরিপ ।

সি.এস. জরিপ সম্পন্ন হওয়ার পরে প্রায় সুদীর্ঘ ৫০ বছর পর আর.এস (RS) জরিপ পরিচালিত হয়। জমির অবস্থা, মালিক, প্রকৃতি, দখলদার ইত্যাদি বিভিন্ন তথ্য হালনাগাদ করার উদ্দেশ্যে এ জরিপ পরিচালিত হয়।

অনুরূপ লেখ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *