Close

ভূমি জরিপ কাকে বলে কত প্রকার ও কি কি? ভূমি জরিপের উদ্দেশ্য কি?

ভূমি জরিপ কাকে বলে

ইংরেজি Servey   শব্দের বাংলা অর্থ হচ্ছে জরিপ । জরিপ শব্দ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হলেও ভূমি জরিপ বলতে বোঝায়  মৌজা ভিত্তিক নকশা (Map) প্রণয়ন ও ভূমির মালিকানা সম্পর্কিত ভূমি রেকর্ড যা খতিয়ান প্রস্তুত কার্য প্রণালীকে বুযায়। জরিপের সময় পুরাতন তৈরিকৃত নকশা ও রেকর্ড সংশোধন করে ভূমি বা জমির শ্রেণীর পরিবর্তনের সাথে মিল রেখে এবং মালিকানার পরিবর্তনের ধারাবাহিকতার সাথে সামঞ্জস্য রেখে হালকরণ (Uptodate) করে মৌজার নকশা এবং রেকর্ড তৈরী করা হয় ।

ভূমি জরিপের শ্রেণী বিভাগ কয়টি?

 ভূমি জরিপকে ২ (দুই) শ্রেণীতে ভাগ করা হয়েছে । যথা-

  1. সার্বিক বা ক্যাডাস্ট্রাল জরিপ (Major or Cadastral Servey)
  2. দিয়ারা বা আংশিক জরিপ (Diara Or Minor Settlement)

ভূমি জরিপের উদ্দেশ্য কি

প্রতিটি ভূমির মালিকের অধিকার রয়েছে তার ভূমি বা জমির অবস্থান, আয়তন ইত্যাদি সম্পর্কে অবগত হওয়া এবং মালিকানার অধিকার প্রতিষ্ঠা করা । ১৮৭৫ সালে servey Act এবং ১৯৫৭ সালে Technical Rules অনুযায়ী ভূমির জরিপ করা হয় । ভূমি জরিপের উদ্দেশ্য হচ্ছে ভূমির পরিধি ও পরিমাপ এবং অবস্থান সম্বলিত একটি পূর্ণাঙ্গ নকশা (Map) তৈরী করা যাতে একজন ভূমি মালিক সহজেই তার ভূমি বা জমি সম্পর্কে অবগত হতে পারেন । শহর গ্রাম ও থানায় ভিন্ন ভিন্ন অনুপাতে ধরা হয় । শহরে ৩২”*৬৪” বা ৮০” =১ মাইল, গ্রামে ১৬” =১ মাইল এবং থানায় ৪” =মাইল অনুপাতে নকশা (Map) প্রস্তত করা হয় ।

অনুরূপ লেখা

Related Posts

One thought on “ভূমি জরিপ কাকে বলে কত প্রকার ও কি কি? ভূমি জরিপের উদ্দেশ্য কি?

  1. rieajul

    খুব ভালো লিখেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!