Close

সিএস জরিপ কাকে বলে? সি এস জরিপ কত সালে হয়?

সিএস জরিপ কাকে বলে

মূলত, ক্যাডাস্ট্রাল সার্ভেকে সংক্ষিপ্ত ভাবে সিএস (CS) জরিপ বলে । দেশের সমস্ত ভূমি বা জমির উপর বিশদভাবে নকশা প্রণয়ন এবং সেখানে প্রত্যেক মালিকের জন্য একটি দাগ নম্বর করে খতিয়ান তৈরী করাকে সিএস (CS) খতিয়ান বা ক্যাডাস্ট্রাল জরিপ বলে । বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের ১০ম অধ্যায়ের বিধান অনুযায়ী এই সিএস জরিপ করা হয় ।

সি এস জরিপ কত সালে হয়

এই জরিপকে ভারত উপমহাদেশের প্রথম ভূমি জরিপ বলা হয়। যা ১৮৮৮ (ভূমি মন্ত্রণালয় অুনসারে ১৮৮৭) সাল হতে ১৯৪০ সালের মধ্য সময়ে পরিচালিত হয়।

অনুরূপ লেখা

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *