Close

ভূমি কী বা ভূমি কাকে বলে?

ভূমি কি

স্টেট ইকুইজিশন এন্ড টেন্যান্স এ্যাক্ট 1950 এর 2 ধারা (16) দফা (Clasue) এ ভূমি বলতে বুঝায়, সে ভূমি আবাদি, অনাবাদি, অথবা সৎসরের যে কোন সময় পানি দ্বারা নিমজ্জিত থাকে এবং (ভূমি হতে উৎপন্ন সুবিধাদিসহ) বাড়ি ঘর, দালান-কোঠা, ভূমির সাথে সংযুক্ত বস্তুসমূহ বা ভূমির সাথে সংযুক্ত কোন বস্তুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ রয়েছে এমন বস্তু বা বস্তুসহ ভূমির অন্তর্ভূক্ত বা ভূমি হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *