Close

জড়তার ভ্রামক কাকে বলে ? জড়তার ভ্রামকের একক ও মাত্রা কি?

জড়তার ভ্রামক কাকে বলে

কোনো সরল রেখা থেকে কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং এদের ভরের গুণফলের সমষ্টিকে ঐ সরল রেখার সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক বলে।

অন্যভাবে বলা যায়, একটি কণার ভর ও ঘূর্ণন অক্ষ থেকে এর লম্ব দূরত্বের বর্গের গুণফলকে ঐ কণার জড়তার ভ্রামক বলে। বস্তুর মধ্যস্থিত সকল কণার জড়তার ভ্রামকের সমষ্টিকে ঐ বস্তুর জড়তার ভ্রামক বলা হয়।

অথবা, কোন অক্ষের চারদিকে ঘূর্ণায়মান একটি বস্তুর ওপর যে টর্ক প্রয়োগ করলে তাতে একক কৌণিক ত্বরণের সৃষ্টি হয়, তাকে উক্ত অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক বলে। কোন বস্তু সরলেরেখায় চললে ভরের যে ভূমিকা পালন করে, কৌণিক গতিতে চললে জড়তার ভ্রামকের একই ভূমিকা পালন করে।

জড়তার ভ্রামকের একক ও মাত্রা

এমকেএস ও এসআই পদ্ধতিতে জড়তার ভ্রামকের একক কিলোগ্রাম – মিটার২ (kg-m2)। এর মাত্রা সমীকরণ [ I ] = [ ভর × দূরত্ব ২] = [ ML2 ]

1। জড়তার ভ্রামক 2kgm2 বলতে কী বুঝায়?

উত্তরঃ কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক 2kgm2 বলতে বুঝায় যে, ঐ বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঐ অক্ষ হতে তাদের প্রত্যেকের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি 50 kgm2।

আরও পড়ুনঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *