Close

আপেক্ষিক আদ্রতা কাকে বলে ? আপেক্ষিক আর্দ্রতা 70% কী?

আপেক্ষিক আদ্রতা কাকে বলে

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বিদ্যমান থাকে ঐ তাপমাত্রায় ঐ আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে হলে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।

আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কী বোঝায়?

বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70%-বলতে বোঝায়,

  • বায়ুর তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার শতকরা 70 ভাগ জলীয় বাষ্প ঐ বায়ুতে আছে।
  • তাপমাত্রায় ঐ বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এর 100 ভাগের 70 ভাগ।
  • ঐ বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এর 100 ভাগের 70 ভাগ।

আরও পড়ুনঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *