Close

শব্দ কাকে বলে / শব্দ কী? শব্দের শ্রেণিবিভাগ।

শব্দ কাকে বলে

মনের ভাবকে আমরা অন্যের নিকট সুন্দরভাবে প্রকাশের জন্য অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করি। আমাদের উচ্চারিত এই অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে।

অন্যভাবে বলা যায়, এক বা একাধিক ধ্বনি বা বর্ণ একত্রে মিলিত হয়ে যদি কোন অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলা হয়। যেমন, গোলাপ।

সুতরাং শব্দ হচ্ছে ধ্বনি বা বর্ণের অর্থপূর্ণ মিলন।

শব্দের শ্রেণিবিভাগ

উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ সমূহকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যেমন-

  1. তৎসম (সংস্কৃত) শব্দ
  2. অর্ধ-তৎসম শব্দ
  3. তদ্ভব শব্দ
  4. খাটি বাংলা বা দেশি শব্দ
  5. বিদেশি শব্দ ও
  6. মিশ্র শব্দ

গঠনপ্রণালী অনুসারে বাংলা বাষার শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-

  • মৌলিক শব্দ
  • সাধিত শব্দ

আবার অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ ভান্ডারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন-

  1. যৌগিক শব্দ
  2. রূঢ় বা রূঢ়ি শব্দ ও
  3. যোগরূঢ় বা যোগরূঢ়ি শব্দ

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *