Close

ফাইল কাকে বলে? কত প্রকার ও কি কি?

ফাইল কাকে বলে

কম্পিউটারের স্মৃতিসহায়ক বা স্টোরেজ ডিভাইস সমূহ যেমন– Hard Disk, CD-ROM, Floppy Disk ইত্যাদিতে পরস্পর সম্পর্কিত তথ্যকে একক হিসেবে বিশেষ নাম দিয়ে একসাথে সেভ করাকে ফাইল (File) বলে। অর্থাৎ ফাইল হচ্ছে কম্পিউটার মেমোরিতে বা স্টোরেজ ডিভাইসে সংরক্ষিত তথ্যগুলির লজিক্যাল ইউনিট। মূলত পরস্পর সম্পর্কিত কিছু রেকর্ড নিয়ে ফাইল গঠিত হয়।

ফাইল কত প্রকার?

সাধারণত ফাইলের পরিচিতির জন্য একটি নাম থাকে। ফাইল প্রধানত দুই প্রকার। যথা–

  1. ডেটা ফাইল (Data File) ও
  2. প্রোগ্রাম ফাইল (Program file)।

ডেটা ফাইল

যে সকল ফাইলে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ও উপাত্ত সংরক্ষণ করা থাকে তাকে ডেটা ফাইল বলে। যেমন– MS Word বা MS Excel এ তথ্য সমূহ লিখে সংরক্ষণ করলে যে ফাইলটি সৃষ্টি হয় তা একটি ডেটা ফাইল।

প্রোগ্রাম ফাইল

যেসব ফাইলগুলো সাধারণত প্রোগ্রাম নির্বাহ করতে কম্পিউটারের জন্য প্রয়োজনীয় কমান্ড বা নির্দেশ সংরক্ষিত থাকে, তাকে প্রোগ্রাম ফাইল (program file) বলে। সাধারণত Windows operating system গুলোতে EXE ফাইলগুলো প্রোগ্রাম ফাইল। যেমন– setup exe ইত্যাদি।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!