Close

ল সা গু কাকে বলে? ল সা গু নির্ণয়ের নিয়ম

ল সা গু এর পূর্নরুপ কি

ল সা গু এর পূর্নরুপ হলো লগিষ্ট সাধারণ গুণিতক। ল সা গু হলো সেই ক্ষুদ্রতর সংখ্যা যা ওই সংখ্যাগুলোর প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য।

ল সা গু কাকে বলে

দুই বা ততোধিক রাশির সম্ভাব্য যত উৎপাদক হয় তার সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর ল.সা.গু. বলে। অর্থাৎ দুই বা ততোধিক রাশিগুলো থেকে এমন একটি সংখ্যা নির্ণয় করা যা সব গুলো রাশি দ্বারা বিভাজ্য হবে।

ল সা গু নির্ণয়ের নিয়ম।

ল.সা.গু. নির্ণয় করার জন্য প্রথমে সংখ্যার সহগগুলোর ল.সা.গু. নির্নয় করতে হবে। পরবর্তীতে উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে।
এরপর উভয়ের গুণফলই হবে নির্দিষ্ট রাশিগুলোর ল.সা.গু.।

বিঃ দ্রঃ ল.সা.গু. = সাধারণ উৎপাদক × সাধারণ নয় এমন উৎপাদক।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *