Close

জীবকোষ কাকে বলে? জীবকোষের প্রকারভেদ

জীবকোষ কাকে বলে

অনেক বিজ্ঞানীদের মতে জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসাবে উল্লেখ করেছেন ।সিকেভিজ (Siekevitz) এবং লোয়ি (Loewy) 1969 সালে  বৈষম্য ভেদ্য (selectively permeable) একরকম পর্দা দিয়ে আবৃত । জীবজ  ক্রিয়াকলাপের একক অন্য কোন সজীব এর যোগাযোগ ছাড়াই নিজের প্রতিরূপ তৈরী করার ক্ষমতা রাখে, আর এমন সত্তাকেই জীবকোষ বলা হয়েছে ।

কোষের প্রকারভেদ

কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে- যেমন, আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic cell), ও প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ।

আদিকোষ কাকে বলে

সাধারণত, যে সকল কোষ বা সেল এ সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেই সকল কোষকে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic cell) বলে।

প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ (Eukaryotic cell):

যে সকল কোষে সুগঠিতভাবে নিউক্লিয়াস বিদ্যমান থাকে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ (Eukaryotic cell) বলে।

প্রকৃত কোষ আবার দুই ধরনের হয়ে থাকে। যথা, দেহকোষ এবং জনন কোষ ।

অনুরূপ লেখা

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *