কারক কী
”কারণ” শব্দের অর্থ হলো, যা ক্রিয়া সম্পাদন করে। ব্যুৎপত্তিগত দিক বিবেচনা করলে ‘কারক’ হলো (কৃ+ণক)। মূলত ক্রিযা সম্পাদনের জন্য বিভিন্ন প্রকার উপকরণ যেমন- ব্যাক্তি, কাল, স্থান প্রকৃতি দরকার। এই সকল উপকরণের সাথে ক্রিয়া পদের যে সম্পর্ক থাকে তাকেই কারক বলে।
কারকের সংজ্ঞা
- ডা.মুহাম্মদ শহীদুল্লা বলেছেন, “ক্রিয়ার সাতে যে পদের কোনো অন্বয় থাকে, তাকে কারক বলে।
- ড. সুকুমার সেনের বলেন, বাক্যে ক্রিয়ার সাথে যে পদ অন্বিত বা সংশ্লিষ্ট থাকে, তাকে কারক বলে।
সুতরাং কারক হলো, বাক্যের অন্তুর্ভূক্ত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে প্রত্যক্ষ সম্বন্ধ থাকে, তাকে কারক বলা হয়।
কারক কত প্রকার ও কি কি?
ক্রিয়াপদের সাথে সর্বমান ও বিশেষ্য পদের ছয় প্রকারের সম্পর্ক থাকতে পারে। তাই কারক ছয় ভাগে ভাগ করা যায়। যেমন-
- কর্তৃকারক
- কর্মকারক
- করণকারক
- সম্প্রদান কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক
আরও পড়ুন