Close

লিগামেন্ট কাকে বলে? লিগামেন্ট কি দিয়ে গঠিত?

লিগামেন্ট কাকে বলে

পাতলা কাপড়ের মতো কোমল পদার্থ অথচ দৃঢ়, স্থিতিস্থাপক বন্ধনী দিয়ে অস্থিসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকাকে লিগামেন্ট বলে। অস্থিবন্ধনী বা লিগামেন্ট পরস্পর নিকটবর্তী দুটি অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে । এটি তন্তুময় কলা দ্বারা গঠিত এবং নমনীয়, সংকোচন-প্রসারণশীল, ঘাতসহ অথচ শক্ত পদার্থ। প্রধানত লিগামেন্ট দুটি অস্থির সন্ধিস্থলে এবং সংলগ্ন দুটি অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে থাকে।

লিগামেন্ট এর গঠন

লিগামেন্ট শ্বেততন্তু ও পীততন্তুর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এতে পীত বর্ণের স্থিতিস্থাপক তন্তু বেশি থাকে। এর মাঝে সরু, শাখা-প্রশাখা বিশিষ্ট জালিকার মতো বিন্যস্ত কিছু তন্তু ছড়ানো থাকে। যা গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে অবস্থান করে থাকে। এদের স্থিতিস্থাপকতা থাকে। তন্তুগুলো ইলাস্টিন নামক আমিষ দ্বারা গঠিত। তন্তুগুলোর মাঝে ফাইব্রোব্লাস্ট নামক কোষ থাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!