অনেক ক্ষেত্রেই আমাদের দুই নাম একই ব্যক্তির প্রত্যয়ন প্রয়োজন হয়ে থাকে। এটা সাধারণত ওয়ার্ড কমিশনার বা ইউনিয় পরিষধের চেয়ারম্যন কর্তৃক প্রদত্ত হয়ে থাকে। কিন্তু এই জাতীয় প্রত্যয়ন পত্রে কি লিখতে হয় এই নিয়ে অনেকেই বেশ কৌতুহলে থাকেন। আপনি যদি একই ব্যক্তি প্রত্যয়ন পত্র খুজে থাকেন, তাহলে আপনি এই আর্টিকেলে তা পেয়ে যাবেন।
একই ব্যক্তির প্রত্যয়ন পত্র লেখার নিয়ম
একই নামের প্রত্যয়ন
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, রহমান ওরফে মোঃ রহমান, পিতাঃ ………………, মাতাঃ মোছাঃ ………………, গ্রামঃ ………………, ডাকঘরঃ ………………, উপজেলাঃ ……………… সদর, জেলাঃ ………………। তিনি ……………… ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের উড়ানী গ্রামের স্থায়ী/অস্থায়ী বাসিন্দা। আমি ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। আমার জানামতে রহমান ওরফে মোঃ রহমান একই ব্যক্তি ।
আমি তাহার সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করি ।
প্রত্যয়ন পত্রটি আপনার ইউনিয়ন/পৌরসভার কাউন্সিলর/চেয়ারম্যানের প্যাডে প্রিন্ট করবেন এবং কাউন্সিলর/চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষর করিয়ে নিবেন।
ডাউনলোড ফাইল
সমাপনী
উপরের উল্লেখিত নাম সংশোধনের একই ব্যক্তি প্রত্যয়ন পত্র টি ডাউনলোড করে আপনার সুবিধা মতো কাস্টোমাইজ করে আপনার নাম ঠিকানা লিখে কাজ করতে পারেন।
আরও পড়ুনঃ