আজকে আমর আলোচনা করতে যাচ্ছি সুষম বেগ কাকে বলে এ বিষয়ে উদাহরণ সহ আলোচনা।
সুষম বেগ কাকে বলে
যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বা সমবেগ বলা হয়।
যেমন, শব্দ কোন নির্দিষ্ট দিকে ১ম সেকেন্ডে 332m, ২য় সেকেন্ডে 332m এবং একইভাবে প্রতি সেকেন্ডে সমানভাবে 332m দূরত্ব অতিক্রম করে চলতে থাকে। বায়ু মাধ্যমে শব্দের বেগ ও দিক একই থাকায় শব্দের বেগ 332ms-1 হলো সুষম বেগের প্রকৃত উদাহরণ।
আরও পড়ুনঃ