Close

সন্নিবেশ বন্ধন কাকে বলে? সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত কি কি?

সন্নিবেশ বন্ধন কাকে বলে?

দুইটি পরমাণুর মাঝে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে তড়িৎযোজী বন্ধন ও ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। কিন্তু এমন একটি বন্ধন আছে যেখানে, অণু গঠনের সময় একটি পরমাণুই বন্ধন সৃষ্টির জন্য প্রয়োজনীয় ইলেকট্রন জোড়া প্রদান করে এবং অপর পরমাণু কোনো ইলেকট্রন প্রদান না করে তা সরবরাহকারী পরমাণুর সাথে সমানভাবে ভাগ করে। এভাবে সৃষ্ট বন্ধনকেই সন্নিবেশ বন্ধন বলা হয়।

দুটি পরমাণুর মাঝে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল একটিমাত্র পরমাণু কর্তৃক যোগান দিয়ে এবং অপর পরমাণু তা সমভাবে শেয়ার করার মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সন্নিবেশ বন্ধন বলা হয়।

অ্যামোনিয়া (NH3) ও বোরন ট্রাই ফ্লোরাইড (BF3) এর মধ্যে সন্নিবেশ বন্ধন এর মাধ্যমে অ্যামোনিয়া বেরোফ্লোরাইড উৎপন্ন হয়ে থাকে।

প্রকৃতপক্ষে সন্নিবেশ বন্ধন একটি বিশেষ ধরনের সমযোজী বন্ধন। এজন্য সন্নিবেশ বন্ধনযুক্ত যৌগসমূহ সমযোজী বন্ধনযুক্ত যৌগের ধর্ম প্রদর্শন করে।

সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত

সন্নিবেশ বন্ধন গঠনের শর্তসমূহ নিম্নে উল্লেখ করা হল–

  1. দুটি পরমাণুর মধ্যে দাতা পরমাণুটির যোজ্যতা কক্ষে অবশ্যই একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে।
  2. ঐ ইলেকট্রন জোড়কে গ্রহণ করার জন্য গ্রহীতা পরমাণুর বহিস্থ কক্ষে অন্তত একটি ফাঁকা অরবিটাল থাকাতে হবে।
  3. দাতা পরমাণুর ইলেকট্রন জোড়া গ্রহীতা পরমাণুতে সম্পূর্ণরূপে স্থানান্তরিত হয় না, বরং দাতা ও গ্রহীতা উভয় পরমাণুই ঐ ইলেকট্রন জোড়কে ব্যবহার করবে।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *