Close

মোট ও নীট মুনাফা নির্ণয়ের সূত্র – হিসাব বিজ্ঞান

সাধারণত হিসাব বিজ্ঞানে মোট মূনাফা ও নীট মুনাফা নির্ণয়ের জন্য আয়-ব্যয় হিসব প্রস্তুত করা হয়। মূলত, প্রতিষ্ঠানের লেন-দেন সমূহ হিসাব মুনাফা নির্ণয় করা হয়।

মোট মুনাফা নির্ণয়ের সূত্র

মোট মুনাফ = বিক্রিত পণ্য/সেবা থেকে আয় – প্রত্যক্ষ ব্যয়

এখানে প্রত্যক্ষ্য ব্যয় বলতে পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত সকল ব্যয়কে ‍বুঝনো হয়েছে। যেমন, কাঁচামাল ক্রয়, পরিবণ, মজুরী ইত্যাদি।

নীট মুনাফা নির্ণয়

নীট মুনাফা = (মোট মুনাফা + পরিচালনা সংক্রান্ত মূনাফা) – (পরিচলনা সংক্রান্ত ব্যয়)

এখানে পরিচালনা সংক্রন্ত ব্যয় হলো অফিস পরিচালনা ও বাজারজাত করণ সংক্রান্ত ব্যয়। যেমন- বেতন, আপায়ন, বিজ্ঞাপন খরচ, অবচয় ইত্যাদি।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *