প্রতিফলিত আলোকরশ্মি কাকে বলে
আলোকরশ্মির যে অংশ বা রশ্মি আপতন বিন্দুতে আপতিত হয়ে ২য় মাধ্যমের বিভেদতল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে প্রতিফলিত আলোকরশ্মি বলা হয়।
অর্থাৎ আলোকরশ্মি আপতন বিন্দু থেকে প্রতিফরিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসাকে প্রতিফরিত আলোকরশ্মি বলে।
আরও পড়ুনঃ