বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার, ঢাকা এর রাজস্ব খাতভূক্ত বিভাগে নিম্ন বর্ণিত শূণ্য পদে অস্থায়ী ভিত্তিকে কিছু সংখ্যক কর্মী নিয়োগ প্রদান করা হবে।
অত্র বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে মোট 29 জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। উক্ত পদ সমূহে নারী- পুরুষ উভয়ের আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সব বিষয়গুলো ঠিক থাকলে এবং আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আপনার কাঙ্খিত পদে আবেদন করতে পারেন। আবেদন করার লিংক, আবেদন প্রক্রিয়া ও বিজ্ঞপ্তির বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ
ক্রমিক নং | বিষয় | বর্ণনা |
01। | পদসংখ্যা | 29 টি |
02। | গ্রেড | 6-20 গ্রেড |
03। | আবেদন শুরু সময় | 24-04-2022 খ্রিঃ সকাল 10.00 ঘটিকা |
04। | আবেদনের শেষ সময় | 16-05-2022 খ্রিঃ বিকাল 05.00 ঘটিকা |
05। | আবেদন প্রক্রিয়া | http://blri.teletalk.com.bd |
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন: http://blri.teletalk.com.bd/circular.pdf
সমাপনী
আপনার আগ্রহ ও যোগ্যতার উপর ভিত্তি করে আপনার পছন্দনীয় পদে আবেদন করুন আজই। আবেদন করার পূর্বে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির নিয়মাবলীটি ভালো করে পরুন।
আরো নিয়োগ বিজ্ঞপ্তি