Close

নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কাকে বলে? কেন এর উপস্থিতি অণুতে প্রভাব ফেলে

নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কাকে বলে

কোনো পরমাণুর সব থেকে বাহিরের স্তরের যে ইলেকট্রন জোড়া বন্ধন গঠনে যুক্ত থাকে না, তাকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলা হয়।

কেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের উপস্থিতি অণুতে প্রভাব ফেলে?

বন্ধন সৃষ্টিতে কার্যকর বন্ধন জোড় ইলেকট্রন সংশ্লিষ্ট দুইটি পরমাণুর কেন্দ্রকেই প্রদক্ষিণ করে থাকে। কিন্তু কেন্দ্রীয় পরমাণুতে বিদ্যমান মুক্ত জোড় ইলেকট্রন শুধুমাত্র ঐ একটি পরমাণুকেই কেন্দ্র করে ঘুরে।

এজন্য মুক্ত ইলেকট্রন জোড়বিশিষ্ট অর্বিটালে ইলেকট্রন মেঘের ঘনত্ব কেন্দ্রীয় পরমাণুর নিকট শেয়ারকৃত ইলেকট্রন যুগল তুলনামূলক বেশি হয়। ফলে এদের অধিকতর বিকর্ষণ সৃষ্টি হয় এবং অণুর আকৃতি কিছুটা বিকৃত হয়।

আরো পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *