Close

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন | গার্মেন্টস কোয়ালিটি (Garments Quality) ভাইবা প্রশ্ন ও উত্তর

অনেকেই গার্মেন্টস শিল্পে কোয়ালিটির চাকরি নেওয়ার কথা ভাবছেন। কিন্তু জানেন না যে গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ দিতে গেলে কেমন ধরনে প্রশ্ন করা হয়। যদিও এই পদে চাকুরীর জন্য কোন প্রকার অভিজ্ঞতার কথা উল্লেখ থাকে না, তবে কিছু প্রশ্ন জানা থাকলে আপনার জন্য সেটা বেশ কাজের বটে।

আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আজ নিচে আলোচনা করা হলো।

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন

সাধারণত গার্মেন্টসে চাকুরী নিতে গেলে আপনাকে নিম্ন লিখিত প্রশ্নগুলো বিষয়ে প্রশ্ন করা হতে পারে। আমরা প্রশ্নগুলোকে তিনটি ভাগে বিভক্ত করে প্রকাশ করেছি। ১। গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন, ২। ডিফেক্ট ও অল্টার (Defect and Alter) বিষয়ক প্রশ্ন, ও ৩। গার্মেন্টস কোয়ালিটি মেজারমেন্ট বিষয়ক প্রশ্ন।

কোয়ালিটি (Quality) বিষয়ক প্রশ্ন

১. কোয়ালিটি ইন্সপেক্টর (Quality inspector) কি অথবা কোয়ালিটি ইন্সপেক্টর কাকে বলে?

উত্তরঃ প্রথমত কোয়ালিটি শব্দের অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক। সুতরাং, কোয়ালিটি ইনস্পেক্টর অর্থ হলো মান পরিদর্শক। পণ্যের গুন মান প্ররির্শনের জন্য যে কর্মচারী নিয়োগ দেওয়া হয়, তাকে কোয়ালিটি ইন্সপেক্টর বলে।

২. গার্মেন্টস লাইন কোয়ালিটির পরিদর্শকের কাজ কি?

উত্তর : একজন গার্মেন্টস লাইন কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ হচ্ছে একটি লাইনে কাজ চলমান পণ্য বা পোশাক গুলো চেক করা। এই পদটি একজন সুপারভাইজার এর পরে হয়ে থাকে।

৩. গার্মেন্টস কোয়ালিটির কাজ কি বা গার্মেন্টস কোয়ালিটি কি?

উত্তর : গার্মেন্টসে কোয়ালিটির নির্ধারিত কাজ হলো আউটপুট হওয়া সামগ্রীক পন্যের গুনগত মান সঠিক হয়েছে  কিনা তা পরীক্ষা করা।

৪. গার্মেন্টসে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন কত?

উত্তর : যারা নতুন কোয়ালিটি ইন্সপেক্টরে চাকুরীতে যোগ দান করে বর্তমান বেতন ৯০০০ – ৯৫০০ টাকা। ডিউটিরে সময় নির্ধারিত থাকে আট ঘন্টা করে। তবে ৮ ঘন্টার পর কাজ থাকলে বা কাজ করলে প্রতি ঘন্টার জন্য আলাদাভাবে ওভার টাইম প্রদান করা হয়। এটি একটি বাড়তি ইনকাম। তাতে একজন নতুন কর্মচারীর জন্য মাসে মোট ১২০০০ থেকে ১৫০০০ টাকা আয় করা সম্ভব।

৫. এসপিআই (SPI) কাকে বলে বা কি??

উত্তর :  এসপিআই (SPI) বলতে বুঝায় Stitch Per Inchi, অর্থাৎ এক ইঞ্চিতে কয়টি সেলাই।

৬. গার্মেন্টস (Garments) অর্থ কি?

উত্তর : গার্মেন্টস শব্দের অর্থ হলো পোশাক।

৭. AQL এর পূর্ণরূপ কি?

উত্তর : AQL এর পূর্ণরূপ হলো Acceptable Quality Lebel অর্থাৎ গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।

৮. CB এর পূর্ণ অর্থ কি?

উত্তর : CB এর পূর্ণ অর্থ হচ্ছে Centre Back।

৯. DTM এর পূর্ণরূপ কি?

উত্তর : DTM পূর্ণরূপ হলো Dying to Match, যার অর্থ হলো রঙের সাথে মিল থাকা।

১০. GTM এর পূর্ণরূপ বা অর্থ কি?

উত্তর : GTM এর পূর্ণরূপ হচ্ছে– Garments Total Management যার অর্থ হলো গার্মেন্টস মোট ব্যবস্থাপনা।

১১. HPS এর পূর্ণরূপ কি?

উত্তর : High Point Shoulder.

১২. LPS এর পূর্ণরূপ কি?

উত্তর : LPS এর পূর্ণরূপ Low Point shoulder.

ডিফেক্ট ও অল্টার (Defect and Alter) বিষয়ক প্রশ্ন

১. ডিফেক্ট কত প্রকার ও কি কি?

উত্তর : ডিফেক্ট হচ্ছে তিন প্রকার। যথাঃ ১. Major Problem (বড় ধরনের সমস্যা), ২. Minor Problem (ছোট ধরনের সমস্যা), এবং ৩. Critical Problem (ক্ষুদ্র ধরনের সমস্যা)।

২. ব্রকেন স্টিচ কাকে বলে বা ব্রকেন স্টিচ কি?

উত্তর : দুইটি কাপড় জোড়া দেওয়াই সেলাই দেওয়া হয়। আর কোন সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকিই ব্রকেন স্টিচ বলা হয়।

৩. স্কিপ স্টিচ কি বা কাকে বলে?

উত্তর : কাপড়ে সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে অর্থাৎ কোন একটি সেলাইব বাদ পরে যায় তাকে বলা হয় স্কিপ স্টিচ।

৪. প্লিট কাকে বলে?

উত্তর : সেলাইকৃত কাপড়ে সেলাই এর সময় যদি কোন কুঁচি বা ভাজ পড়ে তাকে প্লিট বলা হয়।

৫. ওপেন স্টিচ বলতে কি বোঝায় বা ওপেন স্টিচ কি?

উত্তর : সেলাই এর সময় কাপড়ে কিছু জায়গায় সেলাই বাদ পড়ে গেলে বা এরিয়ে গেলে  তাকে বলা হয় ওপেন স্টিচ।

গার্মেন্টস কোয়ালিটি মেজারমেন্ট বিষয়ক প্রশ্ন

১. একটি ইঞ্চি টেপে কত cm (সেন্টিমিটার) থাকে?

উত্তর : একটি ইঞ্চি টেপে ১৫০ cm (সেন্টিমিটার) থাকে।

২. একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে?

উত্তর : 60 ইঞ্চি।

৩. একটি ইঞ্চি টেপ কত ফুট লম্বা হয়ে থাকে?

উত্তর : একটি ইঞ্চি টেপ ৫ ফুট হয়ে থাকে।

৪. ১০ mm (মিলিমিটার) সমান কত cm (সেন্টিমিটার)?

উত্তর : ১০ mm (মিলিমিটার) সমান 1 cm (সেন্টিমিটার).

৫. ১ ইঞ্চি = কত সুতা হয়?

উত্তর : ১ ইঞ্চি তে ৮ সুতা।

৬. ১ ইঞ্চিতে কত cm (সেন্টিমিটার) হয়?

উত্তর : ১ ইঞ্চি = 2.54 cm (সেন্টিমিটার).

৭. ১ মিটার = কত cm (সেন্টিমিটার)?

উত্তর : ১ মিটার = ১০০ cm (সেন্টিমিটার).

৮. ১ মিটার = কত ইঞ্চি?

উত্তর : ১ মিটার = 39.37 ইঞ্চি।

GET MORE TIPS

সমাপনী

সাধারনত, গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন করা হয়ে থাকে। গার্মেন্টস শিল্পে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে প্রথমে কোয়ালিটি ইন্সপেক্টর হওয়াটা জরুরী। কারণ, গার্মেন্টস শিল্পে অভিজ্ঞতার মূল্য বেশ গুরুত্বপূর্ণ।

অনুরূপ লেখা

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *