Close

একক কাকে বলে? একক কত প্রকার ও কি কি?

একক কাকে বলে? (What is Unit called in Bangla?)

যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে একক (Unit) বলা হয়।

এককের প্রকারভেদ (Types of Unit)

সাধারণত একক তিন প্রকার হয়ে থাকে। যথা–

  1. মৌলিক একক
  2. লব্ধ, প্রাপ্ত বা যৌগিক একক ও
  3. ব্যবহারিক একক।

৩ প্রকার একক সম্পর্কে নিম্নে সংক্ষিপ্ত আলোচনা করা হলোঃ-

১। মৌলিক একক

যে একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় এবং একেবারে স্বাধীনভাবে তাকে মৌলিক একক বলে।

২। লব্ধ বা যৌগিক একক

যে সকল একক মৌলিক একক থেকে পাওয়া যায় বা লাভ করা যায় তাদেরকে লব্ধ একক বলা হয়। সাতটি মৌলিক একক ব্যতীত বাকী সব লব্ধ একক।

৩। ব্যবহারিক একক

কিছু মৌলিক একক খুব বড় বা ছোট হওয়ার ফলে ব্যবহারিক কাজে তাদের উপগুণিতক (ভগ্নাংশ) বা গুণিতককে একক হিসেবে ব্যবহার করা হয়। এই জাতীয় একককে ব্যবহারিক একক বলে।

এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন?

বৃহত্তর কোনো কিছু পরিমাপ করাতে হলে এককের গুণিতক প্রয়োজন হয়। যেমন- সিলেট থেকে ঢাকার দূরত্ব মাপার ক্ষেত্রে আমরা কিলোমিটার একক ব্যবহার করে থাকি। যেখানে ২৭০ কিলোমিটার দূরত্বকে ভগ্নাংশ এককে হিসেবে অর্থাৎ সেন্টিমিটার বা মিলিমিটার এ প্রকাশ করলে পাওয়া যায় ২৭০০০০০০ সেন্টিমিটার বা ২৭০০০০০০০ মিলিমিটার। এক্ষেত্রে হিসাব আকাড়ে বড় মনে হয়। এছাড়া ক্ষুদ্রতর কোনো কিছু পরিমাপ করতে এককের ভগ্নাংশ ব্যবহার সুবিধাজনক। যেমন- বইপত্র বা কলমের দৈর্ঘ্য বা পুরুত্ব মাপতে এককের ভগ্নাংশ সেন্টিমিটার বা মিলিমিটার ব্যবহার করা হয়।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *