Close

আয়কর রিটার্ন তৈরি করতে প্রয়োজনীয় তথ্যাদি

বর্তমানে আয়কর জমা করলে বিগত অর্থ আয়কর রিটার্ন জমা দিতে হবে। তাই, আয়বর্ষ হবে 2021-22 এবং করবর্ষ হবে 2022-23 হিসেবে আয়কার রিটার্ন ফাইল তৈরি করতে হবে।

আয়কর রিটার্ন তৈরি করতে প্রয়োজনীয় তথ্যাদি

আয়কর রিটার্ন ফরম পূরণ করতে প্রয়োজনীয় তথ্যাদি নিম্নরূপঃ

  1. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  2. টিআইনএন সনদপত্রের ফটোকপি।
  3. মোবাইল নম্বর
  4. বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা
  5. পেশা চাকুরিজীবী হলে, বেতন বিবরণী এ্বং ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স।
  6. বাড়ি ভাড়া থেকে আয় থাকলে, বাড়ি ভাড়া প্রাপ্তির রশিদ।
  7. ব্যাংক স্টেটমেন্ট, প্রতিটি ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট দিতে হবে* (01 জুলাই 2021 থেকে 30 জুন 2022)
  8. সঞ্চয়পত্র, এফডিআর অথবা যেকোন প্রকার ডিপজিটের প্রত্যয়নপত্র *। (01 জুলাই 2021 থেকে 30 জুন 2022)
  9. ক্রয়কৃত সম্পত্তি হলে সম্পত্তির দলিল ও ওয়ারিশসূত্রে প্রাপ্ত হলে নামজারী/খাজনার রশিদ *
  10. ব্যাক্তিগত গাড়ী/মোটর বাইক থাকলে, গাড়ী ক্রয়ের প্রমাণপত্র এবং ট্যাক্স টোকেনের কপি *
  11. কোন প্রকার লোন/ব্যাংক ঋন থাকলে ঋণের প্রত্যয়ন। অর্থাৎ বিগত অর্থবছরে কত টাকা লোন পরিশোধ করা হয়েছে এবং বছর শেষে কতটাকা লোন অবশিষ্ট আছে, তার প্রমাণপত্র *। (প্রত্যয়নপত্র- 01 জুলাই 2021 থেকে 30 জুন 2022 পর্যন্ত)
  12. আপনার উপর খরচ নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা।

শতর্কতাঃ

লাল স্টার মার্ক করা তথ্যাদি দ্বারা আপনার সম্পত্তি ও দায় বোঝানো হয়। আপনার সম্পদ দ্বারা দায় বাদ দিয়ে নীট সম্পদ নির্ণয় করা হয়। সম্পত্তির উপরে ট্যাক্স হয় না, ট্যাক্স হবে আপনার আয়ের উপর। তাই আয়কর রিটার্নে সম্পত্তি প্রদর্শন করা ভয়ের কিছু না বরং প্রদর্শন না করলে বিপদে পরতে হবে। পরবর্তী বছরে ঐ সম্পত্তি প্রদর্শিত হলে বা কোন অডিট হলে ঐ সম্পত্তির উপর 25% পর্যন্ত ট্যাক্স কর্তন হতে পারে। অর্থাৎ সম্পত্তিটি পরবর্তী বছরে আয় হিসেবে গণ্য হবে। ফলে আপনার প্রথম 16,00,000/- টাকার উপরে 5%-20 পর্যন্ত ট্যাক্স ধার্য হবে 16,00,000/- টাকার উপরে যা থাকবে তার উপর 25% হারে ট্যাক্স ধার্য হবে।

সুতারাং, আপনার কোন সম্পত্তি গোপন না করে সবি রিটার্নে প্রদর্শন করুন। আপনি বিগত বছরগুলো সার্ভিস করছেন কিংবা ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনার সম্পদ থাকতেই পারে। তাই প্রথম বছরেই আপনার সমস্ত সম্পদ প্রদর্শন করুন।

সমাপনীঃ

উপরে উল্লেখিত তথ্যগুলোর মাধ্যমে সঠিকভাবে আয়কর রিটার্ন তৈরি তৈরি করা সম্ভব। এছাড়াও, আয়কর রিটার্ন তৈরি সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আরিফুর রহমান
মোবাইলঃ 01929-273244 (হোয়াটঅ্যাপ)
ইমেইল: [email protected]

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *