Close

Verb কাকে বলে? কত প্রকার ও কি কি?

Varb কাকে বলে

যে word বা শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তুর কোনো কাজ করা কিংবা হওয়া বুঝায় তাকে varb বা ক্রিয়া বলে। যেমন-

  • I live in Barisal
  • You are a doctor.
  • He have a paen.

উপরের বাক্যগুলোতে Bold করা word গুলোই হচ্ছে verb বা ক্রিয়া। যেকোন বাক্য verb এত গুরুত্বপূর্ণ যে, এটা ছাড়া বাক্য পূর্ণতা পায় না।

Verb এর প্রকারভেদ

Classification of Verbs

উপরে ছকের মাধ্যমে verb এর প্রকারভেদ তুলে ধরা হয়েছে। varb-কে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়, যেমন-

  1. Finite verb (সমাপিকা ক্রিয়া)
  2. Non-finite verb (অসমাপিকা ক্রিয়া)

Finite verb (সমাপিকা ক্রিয়া)

যে verb দ্বারা বাক্যের বক্তব্য সম্পূর্ণ হয় এবং বাক্যে subject এর person, number এবং verb এর tense অনুসার যাহার রূপের পরিবর্তন হয়ে তাকে, তাকে Finite verb বলে। যেমন-

  • I go to School.
  • She goes to office.
  • Romana went to market yesterday.

Non-finite verb (অসমাপিকা ক্রিয়া)

যে verb দ্বারা বাক্যের বক্তব্য সম্পূর্ণ হয় না এবং বাক্যে subject এর person, number এবং verb এর tense অনুসার যাহার রূপের পরিবর্তন হয় না, তাকে Non-finite verb বলা হয়। যেমন-

  • Sumon like to draw a Picture.
  • I like to draw a Picture.

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!