Close

মিনি কম্পিউটার (Mini Computer) কি?

মিনি কম্পিউটার

এক প্রকার ছোট কম্পিউটারকে মিনি কম্পিউটার (Mini Computer) বলে। যে কম্পিউটার আকারে মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট ও মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় তাকে মিনি কম্পিউটার বলা হয়। মিনি কম্পিউটারের আকার মেইনফ্রেম কম্পিউটার থেকে ছোট হয়ে থাকে, যাকে মেইনফ্রেম কম্পিউটারের একটি ক্ষুদ্র সংস্করণ বলা যায়।  টার্মিনাল ব্যবহার করে এক সাথে প্রায় অর্ধ শতাধিক ব্যবহারকারী মিনি কম্পিউটার ব্যবহার করতে পারে। এটা আধুনিক কম্পিউটারের একটি রূপ।

মিনি কম্পিউটারের ব্যবহার

এর মাঝে এক বর্তনী বিশিষ্ট কেন্দ্রীয় প্রকিয়াকরণ ইউনিট (সিপিইউ) ব্যবহার করা হয়। বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানে এর ব্যবহার বেশ লক্ষ করা যায়। এছাড়া ব্যাংকি কার্যক্রম ও উৎপাদন প্রতিষ্ঠানেও এই কম্পিউটারের ব্যবহার হয়ে আসছে। মিনি কম্পিউটারের কিছু উদাহরণ হলো IBM S/34, PDPII, NCR S/9290 ইত্যাদি।

অনুরূপ আর্টিকেল
নেটবুক (Netbook) কি?
সিপিইউ (CPU) কি?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *