Close

বীজগাণিতিক রাশি কাকে বলে? বহুপদী কী?

বীজগাণিতিক রাশি কাকে বলে?

এক বা একাধিক সংখ্যা এবং সংখ্যা নির্দেশক প্রতীককে +, -, ×, ÷ ঘাত বা যেকোন একটি মূলদ চিহ্ন অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীক সৃষ্টি হয়, তাকে বীজগাণিতিক রাশি বা সংক্ষেপে রাশি বলা হয়।

যেমন, 2x, 2x + 3xy, 6a + 4b2 + a ইত্যাদি প্রত্যেকেই এক একটি বীজগাণিতিক রাশি।

বহুপদী কী?

বহুপদী হলো এক প্রকারের বীজগাণিতিক রাশি। অর্থাৎ, এরূপ রাশিতে একটি অথবা একাধিক ধনাত্বক পূর্ণ সাংখ্যিক ঘাতযুক্ত চলক বিশিষ্ট পদ থাকতে পারে। বহুপদীর পদগুলো এক বা একাধিক চলক দ্বারা গঠিত হয়ে থাকে। যেমন – f(x) = x3 + 3×2 − 4x + 3, f(x) = x3y + xy3 + 3xy ইত্যাদি।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *