Close

বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভ

স্বাধীনতার পর হতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ সদস্য পদ লাভ করেছে। আজকের পর্বে আমরা বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভ এর তারিখ ও সংস্থার নাম সমূহ জানবো।

অনেক সময় আমাদের এই বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন হয়। এছাড়া চাকুরীর প্রশ্নপত্রে এই জাতীয় সাধারন জ্ঞান মূলক প্রশ্ন করা হয়ে থাকে।

বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভ

ক্রমিকসংস্থার নামতারিখমন্তব্য
কমনওয়েলথ১৮ এপ্রিল ১৯৭২ 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)১৭ মে ১৯৭২ 
জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি২০ মে ১৯৭২ 
আন্তর্জাতিক মুদ্রা তহবিল১৭ জুন ১৯৭২ 
আন্তর্জাতিক শ্রম সংস্থা২২ জুন ১৯৭২ 
পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক১৭ আগস্ট ১৯৭২ 
কলম্বো পরিকল্পনা৬ নভেম্বর ১৯৭২ 
গ্যাট১৬ ডিসেম্বর ১৯৭২ 
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা১১ ডিসেম্বর ১৯৭২ 
১০আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা২৭ সেপ্টেম্বর ১৯৭২ 
১১জোট নিরপেক্ষ আন্দোলন৫ সেপ্টেম্বর ১৯৭৩ 
১২আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা১১ ফেব্রুয়ারি ১৯৭৩ 
১৩বিশ্ব ডাক ইউনিয়ন৭ ফেব্রুয়ারি ১৯৭৩ 
১৪রেডক্রস ও রেড ক্রিসেন্ট২০ সেপ্টেম্বর ১৯৭৩ 
১৫এসকাপ১৭ এপ্রিল ১৯৭৩ 
১৬আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন৫ সেপ্টেম্বর ১৯৭৩ 
১৭এশীয় উন্নয়ন ব্যাংক১৪ মার্চ ১৯৭৩ 
১৮ওআইসি (OIC)ফেব্রুয়ারি ১৯৭৪ 
১৯জাতিসংঘ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ 
২০ইসলামী উন্নয়ন ব্যাংক১৪ আগস্ট ১৯৭৪ 
২১আল কুদস কমিটি১২ জুলাই ১৯৭৫ 
২২আন্তর্জাতিক পর্যটন সংস্থা১৯ ফেব্রুয়ারি ১৯৭৫ 
২৩আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা২৭ মে ১৯৭৬ 
২৪আন্তর্জাতিক পুলিশ সংস্থা১৪ অক্টোবর ১৯৭৬ 
২৫আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল৩০ নভেম্বর ১৯৭৭ 
২৬আন্তর্জাতিক অলিম্পিক কমিটি১৫ ফেব্রুয়ারি ১৯৮০ 
২৭বিশ্ব বুদ্দিভিত্তিক সম্পদ সংস্থা১১ মে ১৯৮৫ 
২৮সিরডাপ৮ এপ্রিল ১৯৮৭ 
২৯বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা১৬ ফেব্রুয়ারি ১৯৯২ 
৩০ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট সংস্থা১৭ সেপ্টেম্বর ১৯৯৩ 
৩১বিশ্ব বাণিজ্য সংস্থা১ জানুয়ারি ১৯৯৫ 
৩২রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা২৯ এপ্রিল ১৯৯৭ 
৩৩বিমসটেক৬ জুন ১৯৯৭ 
৩৪উন্নয়নশীল-৮১৫ জুন ১৯৯৭ 
৩৫এশিয়ার পার্লামেন্টারি এসোসিয়েমন৪ সেপ্টেম্বর ১৯৯৯ 
৩৬ইন্টারন্যাশনাল সীবেট অথরিটি২৭ জুলাই ২০০১ 
২৭আন্তর্জাতিক গণিত অলিম্পয়াড১৬ জুলাই ২০০৪ 
২৮অন্তর্জাতিক অপরাধ আদালত১ জুন ১০১০ 
২৯আসেম৫ নভেম্বর ২০১২ 
৩০স্থায়ী সালিশি আদালত২৬ ফেব্রুয়ারি ২০১২ 
৩১এগমন্ট গ্রুপ৩ জুলাই ২০১৩ 

সমাপনী

উপরোক্ত তারিখগুলোতে বাংলাদেশ বিভিন্ন সংস্থায় সদস্য পদ লাভ করেছে। উল্লেখ্য যে, আমাদের লেখায় কোন সংস্থার নাম বাদ পরলে কমেন্ট করে সেই সংস্থার নাম লিখে দিতে পারেন। আমার সেটাকে নতুন করে এন্ট্রি করবো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *