Close

নিউক্লিয়াস কাকে বলে? নিউক্লিয়াস বা কেন্দ্রিকা  (Cell Nucleus) এর সংঘা

নিউক্লিয়াস বা কেন্দ্রিকা  (Cell Nucleus)

নিউক্লিয়াস এর ইংরেজি নাম হলো Cell Nucleus)। এটি হল প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন প্রায় গোলাকার পর্দাঘেরা অংশ। এটা কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়ার কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করে তাই তাকে বলা হয় নিউক্লিয়াস ৷

জীবকোষের প্রোটোপ্লাজমে একটি নির্দিষ্ট পরিমান পর্দাঘেরা ক্রোমোজম বহনকারী যে বস্তুটি সুস্পষ্ট  লক্ষ করা যায়  সেটাই হলো নিউক্লিয়াস । এটি দেখতে বৃত্তাকার ,নলাকার বা ডিম্বাকার  । নিউক্লিয়াস থাকে না সিভকোষ এবং লোহিত রক্তকণিকায় ।বংশগতির কিছু বৈশিষ্ট  বিদ্যমান থাকে। ক্রিয়া বিক্রিয়া কার‌যবলীসহ সংঘটিত বিপাকিয়া কোষ নিয়ন্ত্রন করে । সুগঠিত নিউক্লিয়াসে নিচের অংশ গুলো লক্ষ করা যায় ।

  • নিউক্লিয়ার ঝিল্লি (Nuclear membrane)
  • নিউক্লিওপ্লাজম (Nucleoplasm)
  • নিউক্লিওলাস (Nucleolus)
  • ক্রোমাটিন জালিকা (Chromatin reticulum)

নিউক্লিয়াস এর আবিষ্কারক কে?

সর্বপ্রথম ১৮৩১ সালে রবার্ট ব্রাউন(Robert Brown) কোষে নিউক্লিয়াস দেখতে পান। তখন তিনি এর নামকরণ নিউক্লিয়াস। তাই তাকেই এটির আবিষ্কারক বলা হয়।

অনুরূপ লেখা

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!