Close

কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি?

কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে

ইংরেজী Central tendency এর বাংলা অর্থ হলো কেন্দ্রীয় প্রবণতা । আমরা জানি যে, কেন্দ্র শব্দের অর্থ মাঝামাঝি এবং প্রবণতা শব্দের অর্থ ইচ্ছা বা ঝোক । পরিসংখ্যানে তথ্য উপাত্তে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে মাঝা মাঝি মানের গণসংখ্যা বেশি সংখ্যাক হয়ে থাকে । যেমন , সমাজে গরীব , মধ্যবিত্ত এবং ধনী লোকের সংখ্যা বা গণসংখ্যা নির্ণয় করলে দেখা যাবে মধ্যবিত্ত লোকের গণসংখ্যা বা সংখ্যা বেশি হবে। এছাড়াও ক্লাসে মেধাবী শিক্ষার্থী এবং খারাপ শিক্ষার্থী কম থাকে কিন্তু মধ্যম মানের শিক্ষার্থীই বেশি থাকে । অর্থাৎ গণসংখ্যা বিশ্লেষণ করলে প্রায় সব ক্ষেত্রেই মাঝামাঝি স্থানের গণসংখ্যা বেশি সংখ্যাক জড়ো বা পুঞ্জিভূত হওয়ার ঝোক বা প্রবণতা দেখা যায় । গনসংখ্যার এই মাঝামাঝি স্থানকে কেন্দ্র বলে আর একত্রিত হওয়াকে বা জড়সড় হওয়াকে ভালো বাংলায় প্রবণতা বলা হয়ে থাকে । অর্থাৎ তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে গনসংখ্যা উপাত্তের কেন্দ্রের দিকে পুঞ্জিভূত হওয়ার প্রবণতা কেই কেন্দ্রীয় প্রবণতা বা Central tendency বলে।

কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি

তথ্য উপাত্তে সংখ্যাগুলোর মাঝা মাঝি মানের গণসংখ্যা সবসময় বেশি হওয়ার প্রবণতা রয়েছে । যাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা (Central tendency) বলে থাকি । গণসংখ্যার মাঝামাঝি অবস্থান সংখ্যা নির্ণয় করার ৩ টি পদ্ধতি রয়েছে । অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হল ৩ টি । যথা ১। গড়, ২। মধ্যক ও ৩। প্রচুরক ।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *