Close

ঔপনিবেশিক শাসন কাকে বলে? বণিক কারা?

ঔপনিবেশিক শাসন কাকে বলে

ঔপনিবেশিক শাসন হলো ক্ষমতার জোড়ে বিদেশি শক্তি কর্তৃক কোনো দেশ নিজেদের দখলে রেখে শাসন প্রতিষ্ঠা করা।

সাধারণত যখন কোনো বিদেশি শক্তি ক্ষমতা জোড়ে কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করে তাকে ঔপনিবেশিক শাসন বলা হয় না। ঔপনিবেশিক শাসনের মূল বৈশিষ্ট্য হলো দখলদার শক্তি বা দেশ চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না। কারণ, তারা জানে কোন একদিন তাদের এই শাসন গুটিয়ে দেশ ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে।

তবে তারা শাসন কালে যত দিন ক্ষমতায় থাকবে তত দিন সেই দেশের ধনসম্পদ নিজ দেশে পাচার করবে। তারপর ঐপনিবেশ স্থাপনকৃত দেশের জনগন যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় বিক্ষুব্ধ হয়ে উঠবে অথবা অন্য কোনো কারণে যদি আর শাসন সুবিধাজনক মনে হবে না তখন তারা নিজ দেশে ফিরে যাবে। এভাবে অন্য কোনো দেশের ওপর কর্তৃত্ব বা শাসন প্রতিষ্ঠা করাকে ঔপনিবেশিক শাসন বল হয়।

বণিক কারা

যারা ব্যবসায়-বাণিজ্য করে তারাই বণিক। অর্থাৎ ব্যবসা বাণিজ্য কাজের সাথে জড়িত ব্যাক্তিদের বনিক বলা হয়। মূলত বনিক শব্দটি প্রাচীন কালে ব্যবহৃত হতো।

আরো পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *