Close

ফাইল কাকে বলে? কত প্রকার ও কি কি?

ফাইল কাকে বলে কম্পিউটারের স্মৃতিসহায়ক বা স্টোরেজ ডিভাইস সমূহ যেমন– Hard Disk, CD-ROM, Floppy Disk ইত্যাদিতে পরস্পর সম্পর্কিত তথ্যকে একক হিসেবে বিশেষ নাম দিয়ে একসাথে সেভ করাকে ফাইল (File) বলে। Continue Reading

মিনি কম্পিউটার (Mini Computer) কি?

মিনি কম্পিউটার এক প্রকার ছোট কম্পিউটারকে মিনি কম্পিউটার (Mini Computer) বলে। যে কম্পিউটার আকারে মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট ও মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় তাকে মিনি কম্পিউটার বলা হয়। মিনি কম্পিউটারের Continue Reading

টাচস্ক্রিন (Touchscreen) কি?

টাচস্ক্রিন (Touchscreen) কি? যে ভিজুয়্যাল ইলেকট্রনিক্স ডিসপ্লে দৃশ্যমান এরিয়ার মধে কোন সংবেধনশীল উপস্থিতি সনাক্ত করতে পারে, তাকে টাচস্ক্রিন (Touchscreen) বলে। এটি একটি সিস্টেম ইনপুট ডিভাইস, যার মাধ্যমে কমান্ড ইনপুর করা Continue Reading

নেটবুক (Netbook) কি?

নেটবুক কি নেটবুক হলো একটি ছোট কম্পিউটার ডিভাইস, যা দেখতে নোটবুকের  মতোই। অর্থাৎ নোটবুকের বা ল্যাপটপের মতোই ছোট এক প্রকার কম্পিউটার ডিভাইসকে নেটবুক (Netbook)  বলা হয়। এটিতে কম্পিউটারের অনেক বৈশিষ্ট Continue Reading

সিপিইউ (CPU) কি?

সিপিইউ কি সিপিইউ (CPU) এর পূর্ণ রূপ হলো সেন্টার প্রসেসিং ইউনিট (Center Processing Unit)। সিপিইউকে কম্পিউটারে প্রাণ বলা হয়। কারণ,ত এটিই হলো কম্পিউটারের প্রধান অংশ, যার মাধ্যমে কম্পিউটারে সব ডাটা Continue Reading

error: Content is protected !!